অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের রেশ কাটতে না কাটতেই ফের ব্যস্ততা বাংলাদেশের সামনে। পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল।
আজ বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিষয়টি। পাঁচ টি-টোয়েন্টির এক সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের আগে আগামী ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ব্ল্যাকক্যাপসরা।
তবে আগস্টে বাংলাদেশে এলেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড প্রথম মাঠে নামবে আগামী ১ সেপ্টেম্বর। আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে মাঠে।
তবে করোনাকালীন বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের জন্য ২৪ আগস্টই বাংলাদেশে চলে আসবে কিউইরা। পরে তিনদিনের রুম কোয়ারেন্টিন করে নামবে অনুশীলনে।
দেখে নিন নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
২৯ আগস্ট - প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি)
১ সেপ্টেম্বর - প্রথম টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৩ সেপ্টেম্বর - দ্বিতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৫ সেপ্টেম্বর - তৃতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৮ সেপ্টেম্বর - চতুর্থ টি-টোয়েন্টি (শেরে বাংলা)
১০ সেপ্টেম্বর - পঞ্চম টি-টোয়েন্টি (শেরে বাংলা)
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]