বিপ্লবের এক আত্মীয়ের কাছ থেকে যোগাযোগের মুঠোফোন নম্বর নিয়ে এই প্রতিবেদক তাঁর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন। বিপ্লবের ভাষ্য, বাসে অন্তত ২৬ জন যাত্রী ছিলেন। ডাকাতেরা ছুরি গলায় ধরে পুরুষ যাত্রীদের মুখ, চোখ ও হাত বেঁধে ফেলে। যে-ই কোনো শব্দ করছিলেন, সঙ্গে সঙ্গে তাঁকে আঘাত করা হচ্ছিল। এক যাত্রী মুঠোফোনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করতে গেলে তাঁকে ছুরি দিয়ে পোচ দেওয়া হয়। ওই যাত্রীর শরীর থেকে রক্ত বের হয়। এরপর ভয়ে কেউ কোনো শব্দ করেননি।
বিপ্লব হোসেনের ভাষ্য, ডাকাত দলের সদস্যরা দেহ তল্লাশি করতে গেলে মেয়েটির সঙ্গে ডাকাত দলের দুই তরুণের বাগ্বিতণ্ডা হয়। মেয়েটি তাঁর সঙ্গে বাজে আচরণের প্রতিবাদ করেন। এর পরপরই ওই মেয়েকে ধর্ষণ করে একজন। এভাবে চলন্ত বাসে একে একে পাঁচ থেকে ছয়জন মেয়েটিকে ধর্ষণ করে। ডাকাত দল বাসটি সড়কের পাশে কাত করে ফেলে রেখে চলে যায়। যাত্রীদের কেউ কেউ নিজেদের হাত ও মুখের বাঁধন খুলে মেয়েটিকে বিধ্বস্ত অবস্থা দেখে উদ্ধার করেন।