বিনোদন প্রতিবেদক
চলে গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা স ম আজিজুর রহমান। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ দুপুরে এই অভিনেতার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স ম আজিজুর রহমান ছিলেন ছোট পর্দার বেশ পরিচিত মুখ। তিনি অভিনেতা আজিজুর রহমান নামেই পরিচিত ছিলেন। নাটক-বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। কাজ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তেও। পাশাপাশি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুর রহমান। যে কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এখন গ্রামের বাড়ি নাটোরে চিরনিদ্রায় শায়িত হবেন আজিজুর রহমান। সেখানে জিয়াড়কোল বাগাতিপাড়া গ্রামে তাকে সমাহিত করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]