‘কুইন অব ইতালিয়ান সিনেমা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই। বুধবার (২ ফেব্রুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বামী রবার্তো রুসো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যার মধ্যে অন্যতম ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত ‘লা আভেন্তুর’ (দি অ্যাডভেঞ্চার)।
১৯৩১ সালের নভেম্বরে ইতালির রোমে জন্মগ্রহণ করেন মনিকা। ছোটবেলা থেকেই তিনি পারফর্মিং আর্টে দক্ষ ছিলেন। রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা।
সেখানেই নির্মাতা আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি। এরপর এ নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপস’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন তিনি।
এছাড়াও ক্যারিয়ারে স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা লুইস বুনুয়েল ও ইতালীয় মাস্টার খ্যাত ইটোরে স্কোলাসহ বড় মাপের নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]