ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে চিতোষী পশ্চিম ইউনিয়ন উঘারিয়া চারআনি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনা জানায়, ওই বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে অসহায় দিনমজুর ফারুক হোসেনের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ফারুক হোসেনের বসতঘর এবং তার রান্নাঘর ও তার ভাই দিনমজুর লিটনের বসতঘর ও রান্নাঘরসহ ৪টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরমধ্যে ৪টি ঘর পুড়ে ছাই হয়। পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসার পূর্বে আগুন নিভে যায়।
বাড়ির লোকজন জানায় অসহায় দিনমজুর মোঃ ফারুক হোসেন কিডনি জনিত সমস্যা দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকা একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না ফারুক হোসেন। বর্তমানে ফারুক হোসেন মা,বাবা, স্ত্রী ও ৪ কন্যা সন্তানসহ পরিবারের ৮জন সদস্য রয়েছেন।
এবং তার ভাই লিটনের স্ত্রী ছেলে-মেয়েসহ ৪জন সদস্য রয়েছে। বর্তমানে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে সমবেদনা জানান এবং দুই পরিবারকে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এর পক্ষে থেকে চাল, ডাল, চিনি, আলু ও তেলসহ শুকনো খাবার তুলে দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]