রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬
চাঁদপুরে দুই সিএনজি দুর্ঘটনায় ৮ জন আহত
বুধবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে সড়কের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রীবাহী দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮জন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদেরকে এলাবাসী দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এনে চিকিৎসা প্রদান করেন। একজনের অবস্থা খারাপ দেখে ঢাকায় রেপার করা হয়।
দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
এদিকে দূর্ঘটনায় আহতদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাক তপদার এর একমাত্র ছেলে ইমাম সাফিও রয়েছে ।
খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে আসেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীসহ আহতদের পরিবারের লোকজন।
ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, রাত প্রায় ১২টার দিকে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৮জন মারাত্মক আহত হয়েছে। এর মধ্যে একজনকে ঢাকায় রেপার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.