রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
চাঁদপুরে প্রতারক মাংস বিক্রেতা আটক
সোহাঈদ খান জিয়া,চাঁদপুর জেলা প্রতিনিধ: চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া গ্রাম থেকে সোহেল (৩৮) নামে এক প্রতারককে এলাকাবাসী আটক করে ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেছে।
জানা যায়, প্রতারক সোহেল (সিলেটি) গরু-ছাগলকে তেলাপোকার ওষুধ খাইয়ে মেরে ফেলে। পরে সেই গরু ও ছাগল কম মূল্যে ক্রয় করে জবাই করে বাবুরহাট বাজারে নিয়ে বিক্রি করে।
গত মঙ্গলবার ১৩ জুলাই প্রতারক সোহেল বিকেলে কলার সাথে একটি ছাগলকে তেলাপোকার ওষুধ খাওয়ানোর সময় জনগণ তাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে ইউপি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে চেয়্যারম্যানের জিম্মায় দেয়া হলে চেয়্যারম্যান তাকে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ইউপি চেয়্যারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান মানিক পাটোয়ারী বলেন, এলাকাবাসী প্রতারক সোহেলকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন। তার নিকট বিস্তারিত শুনেছি। থানা পুলিশ আসলে তাদের হাতে তুলে দেই।
এসআই সেলিম বলেন, সে একজন প্রতারক। তাকে কোর্টে সোপর্দ করেছি।
উল্লেখ্য, প্রতারক সোহেলের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়। সে শিলন্দিয়া গ্রামে বিয়ে করে সেখানেই বসবাস করে। বাবুরহাট বাজারে কসাইয়ের কাজ করে সে। মানুষের গরু ও ছাগলকে তেলা পোকার ওষুধ খাইয়ে মেরে ফেলে এবং মরা গরু-ছাগল জবাই করে বাবুরহাট বাজারে বিক্রি করে থাকে। এমনিভাবে শিলন্দিয়া গ্রামে ৮টি গরু ও ৫টি ছাগলকে তেলাপোকার ঔষধ খাইয়ে মেরে ফেলেছে এবং ঐ গরু ও ছাগল জবাই করে বাজারে বিক্রি করে। এসব গরু ও ছাগলের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.