চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুরের চরে বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মিয়াজী নিজস্ব ঝিলে মাছ চাষাবাদ করে আসছে।
গত, ১৫ নভেম্বর রাতে কেবা কারা মাছের ঝিলে বিষ প্রয়োগ কর।
এতে প্রায় ৪ লাখ টাকার মাছ মরে যায়।
পরদিন সকাল বেলা বীরমুওিযোদ্বা দেলোয়ার হোসেন মিয়াজী ঝিলোর পারে গিয়ে দেখেন
মাছ মরে ভেসে উঠছে।
পড়ে দেখতে পান ঝিলের ভেতর বিষের বোতল।
যে কেউ শক্রতা বসত বিষ প্রয়োগ করেছে।
এব্যাপারে মুওিযোদ্বা দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, আমি ২০ বছর যাবত নিজস্ব জায়গায় ঝিল তৈরি করে মাছ চাষাবাদ করে আসছি।
আমি কোনো দিন কারো ক্ষতি করিনা। কেবা কারা রাতের বেলা আমার ঝিলে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।
যে আমার এতো বড় ক্ষতি করেছে আল্লাহ যেনো তার বিচার করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]