চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত নৌ পুলিশ সুপার বেলায়েত শিকদারের নেতৃত্বে চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসানাত জামানের সহযোগিতায় চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালানো হয়।এ সময় ১লক্ষ মিটার কারেন্ট জাল,২০ কেজি মা ইলিশ সহ দুটি নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত মা ইলিশ গুলো ১৩নং হানারচর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় ও এতিম খানায় বিতরণ করা হয়।
গতকাল শনিবার সন্দ্যা ৬ টায় অভিযানের তৃতীয় দিন জাল ও নৌকা আটক এবং মা ইলিশ মাছ জব্দ করা হলেও জেলেরা নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।
এব্যাপারে, চাঁদপুর এডিশনাল অতিরিক্ত নৌ পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার ও হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসানাত জামান বলেন, গত বছরের চেয়ে এ বছর জেলেদেরকে এবং আড়ৎদারদেরকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন বাজার ও মাছ ঘাটে মাইকিং ও সচেতনতামূলক সভা করেছি। তাই এ বছর একটু সচেতনতা দেখা যাচ্ছে। যে কেউ সরকারের আইন অমান্য করে মাছ ধরার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে। এবংকঠোর অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, এএসপি বেলায়েত হোসেন,চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন খান,
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, ফাঁড়ির এস আই আঃ মান্নান,এ এস আই ইয়াকুব আলী সহ ফাঁড়ির অন্যান্য ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]