সোহাঈদ খান জিয়া,চাঁদপুর জেলা প্রতিনিধি।। গত ২৯ অক্টোবর চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট বাজারের সনি্নকটে দক্ষিণ পাশে অ্যাডঃ কালাম শেখের ভাড়াটিয়ার বাসায় ঝুমুর (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার আত্মহত্যা রহস্যজনক বলে জানা যায়। নিহত ঝুমুর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামের আনোয়ার হোসেন গাজীর মেয়ে।
গত ২৮ অক্টোবর রাত ৯টা কিংবা ১০টায় মন্টু শেখের ছেলে শান্ত শেখ ঝুমুরদের ঘরে প্রবেশ করলে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়া হয়। পরে শান্ত শেখ দরজা ভেঙ্গে ঘর হতে বের হয়ে যায়। এ ঘটনার পরদিন ২৯ অক্টোবর সকালে ঝুমুর আত্মহত্যা করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ক'ব্যক্তি বলেন, মেয়েটির মৃত্যুটি রহস্যজনক বলে মনে হয়। মেয়েটি কোনো কিছু ছাড়া আত্মহত্যা করার বিষয় রহস্যজনক। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিলে এমনকি ঐ বাড়ির মালিক, ভাড়াটিয়া ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঝুমুরের সাবেক প্রেমিককে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। ঝুমুর নিহতের ঘটনায় তার মা শাহিনা বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে চাঁদপুরের আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে : নিহত ঝুমুরের প্রেমিক শান্ত শেখ, তার পিতা মন্টু শেখ, মাতা নাজমা বেগম, শান্তর খালাতো ভাই অপু, ঝুমুরকে প্রেমে সহায়তাকারী জান্নাত ও মহিন।
নিহত ঝুমুরের মা শাহিনা বেগম বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আর যেনো কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। প্রকৃত খুনিদের প্রশাসন বের করে আইনের আওতায় নিয়ে আসুক।
একটি সূত্র জানায়, ঝুমুর আত্মহত্যার পেছনে অনেক রহস্য লুক্কায়িত রয়েছে। একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব নাহা বলেন, নিহতের মা বাদী হয়ে আদালতে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, নিহতের মা আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। এ বিষয়টি তদান্তাধীন রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]