চাঁপাইনবাবগঞ্জের পদ্মানদীর ভাঙ্গন রোধে জিও টিউব ফেলা শুরু বহু প্রতিক্ষার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পাঁকা ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পদ্মানদীর ভাঙ্গন রোধে জিও টিউব ফেলার কার্যক্রম শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। ১৬ সেপ্টেম্বর ৪০ লক্ষ টাকার এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ প্রকল্পের ফলে প্রায় ৫০ হাজারের অধিকার জনগণ নদী ভাঙ্গর রোধের সুবিধা পাবে বলে মনে করছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল- ইসলাম, সদর ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পাঁকা ও নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।