মোঃ রাশেল বাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত সাত দিনের লকডাউন মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে শুরু হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় লকডাউনের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পণ্যবাহী ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা দোকান ছাড়া বিভিন্ন বিপণী-বিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির কারণে রাস্তায় সাধারণ মানুষের চলাচল তেমন চোখে পড়েনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]