আশফাকুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত কবি, সাহিত্যিক ও লেখকদের সংগঠন “বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ” এর ৪র্থ জাতীয় সম্মেলন ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার, রাজশাহী পিটিআই অডিটোরিয়ামে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের চেয়ারম্যান ড. অজিত দাস এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব প্রবন্ধকার হরিদাস ঠাকুর।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক অধ্যাপক ষষ্ঠী চন্দ্র শীল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব কবি আশামনি এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক জেম। এছাড়াও বক্তব্য রাখেন প্রবাসী কবি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হাসমত আলী, কবি বখতিয়ার হোসেন, কবি আলমগীর সিদ্দিকী, আব্দুল আলিম, মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তরুণ কবি আশফাকুর রহমান রাসেল।অনুষ্ঠানের প্রথম পর্বে “পাকিস্তান এখন বঙ্গবন্ধু’র বাংলাদেশ হতে চাই” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করা হয়। সাহিত্য, কবিতা ও সাহিত্য সংগঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুলনাহার বেগম, কবি আলমগীর সিদ্দিকী, পার্থ সারথি সরকার ও বখতিয়ার হোসেন কে সম্মাননা পদক প্রদান করা হয়। গুণীজন সম্মাননা প্রদান করা হয় অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও গবেষক মাহামুদুল হক কে।