স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচু দৈনিক শিরোমণিঃ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুন। তাঁর এক হাত, দুই পা নেই। তারপরও জীবনযুদ্ধ থেমে নেই তিনি। লেখাপড়া করে ¯œাকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিবন্ধিত্বজয় করে শিখেছেন হস্তশিল্প, সেলাইসহ বিভিন্ন কাজ। পেয়েছেন চাকরি, করলেন যোগদান।জানা গেছে, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে আকিজ জুট মিলে এক্সিকিউটিভ কর্মকর্তা পদে চাকরি হয় শাহিদার। গত ২৫ মার্চ যশোরের ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে এক অনুষ্ঠানে শাহিদার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুনাক সভানেত্রী জীশান মীর্জ।সেই নিয়োগপত্র নিয়ে গতকাল রবিবার (৩ এপ্রিল) যশোরের অভয়নগরে আকিজ জুট মিলে এডমিন বিভাগের এক্সিকিউটিভ পদে যোগদান করেন অদম্য শাহিদা খাতুন। এসময় শাহিদার বড়ভাই কলিম উদ্দিন ও ছোটভাই টনি উপস্থিত ছিলেন।প্রতিবন্ধী শাহিদা খাতুন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মো. রফি উদ্দিনের মেয়ে।চাকরিতে যোগদানের পর শাহিদা খাতুন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই চাকরির সুবাদে আমি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারব। প্রতিবন্ধিতাকে হার মানিয়ে জীবনকে সামনে এগিয়ে নিতে পারব।আমার জন্য সকলে দোয়া করবেন।’এ ব্যাপারে আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, ‘প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের নির্দেশে বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী নিয়োগ কোটায় শাহিদা খাতুন এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগদান করেছেন।কর্মক্ষেত্রে সকল কাজে তিনি আমাদের সহযোগিতা পাবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]