নোয়াখালীর চাটখিল উপজেলার অসাধু ব্যবসায়িগণ পেয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করে বিক্রয়ের দায়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৭সেপ্টেম্বর সকাল ১১:৩০মিনিটে চাটখিল পৌর শহর চাটখিল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এই সময় গুদামে পেঁয়াজ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের অতিরিক্ত দামে বিক্রি করা দায়ে দুইটি দোকানে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত মামলায় সুমন ষ্টোরের ১৫ হাজার টাকা ও বিল্লাল ষ্টোর এর ৫ হাজার টাকা করে দুই জনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে তাকে সার্বিক সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের সদস্যবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]