মোঃ বেল্লাল হোসেন নাঈম,চাটখিল উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শোডাউন করে মেয়র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গণ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার ১৭ই জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেন মেয়র-০৮, সাধারণ কাউন্সিলর-৫১, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী-১০জন।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চাটখিল পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী। তিনি সকাল ১০:৩০ মিনিটে ব্যাপক শোডাউনের মাধ্যমে সমর্থকদের মিছিল নিয়ে চাটখিল নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলো চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিপন, ভিপি মিজান, মনির হোসেন কচি, সোলোমান শেখ চেয়ারম্যান, ছাত্রনেতা লায়ন্স স্বপন, ফরিদ, মামুনের রাসেল প্রমুখ।
মেয়র মোহাম্মদ উল্যাহ মনোয়নপত্র জমাদানের পরে সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে বলেন, আমাকে হয়তো দল থেকে নমিনেশন দেওয়া হয়নি, আমি সাবমিট করেছি আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, নোয়াখালী জেলা আওয়ামিলীগের সহসভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের নির্দেশে ।
সকাল ১১:৩০ মিনিটে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোস্তফা কামাল (সাবেক মেয়র) পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ জাহান রানা, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হানিফ, যুবদলের সভাপতি আনিছ আহমেদ হানিফ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সহ বিশাল মিছিল নিয়ে উপজেলা নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র কপি জমা দেন।
উল্লেখ্য, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামাল ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন (আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত) জেলা নির্বাচনী কার্যালয়ে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন।
বিকাল ৩টার সময় জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী বজলুর রশিদ বাচ্চু দলীয় নেতৃবৃন্দ কে নিয়ে উপজেলা নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিকাল ০৩:৩০ মিনিটে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ভিপি নিজাম উদ্দিন কয়েক শত দলীয় নেতৃবৃন্দ সহ বিশাল মিছিল নিয়ে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, চাটখিল পৌরসভা উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখবেন এবং চাটখিল পৌরসভা কে মাদক সন্ত্রাস মুক্ত করবেন।
মনোনয়ন দাখিলের সময় আরো উপস্থিত ছিলো এ্যাডভোকেট ওলী রেজা চেীধুরী, এস এম বাকি বিল্লাহ, অালী তাহের ইভু, ভিপি নাজমুল হুদা শাকিল, বজলুর রহমান লিটন, সাংবাদিক মিজানুর রহমান বাবর, রাজু পাল সহ অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ।
স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন, ছাইফ উদ্দিন, একমাত্র হিন্দু সম্প্রদায়ের প্রার্থী কার্তিক দেবনাথ, ভিপি নাজমুল হুদা শাকিল।