নোয়াখালীর চাটখিল উপজেলার কাচারী বাজারে সন্ত্রাসীদের হামলা, দোকান ভাংচুরের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ব্যবসায়ীরা আজ (সোমবার) সকাল ৯ টা থেকে ১ ঘন্টা ঢাকা-রামগঞ্জ মহাসড়ক অবরোধ করে ও দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে সস্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার ২০সেপ্টেম্বর রাত ৭:৩০ মিনিটের সময় একদল অস্ত্রধারি সন্ত্রাসী দেশীয় রামদা, চাইনিজ কুড়াল ও লাটিসোটা নিয়ে কাচারী বাজারে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি দোকানে ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় এক জন আহত হয়।
বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সোমবার সকালে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। মানববন্ধনে আলোচক পাচগাও ইউনিয়নের চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন তরুন, জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরী রাসেল, ব্যবসায়ী ও আ’লীগ নেতা মনির হোসেন কচি বক্তব্য রাখেন।
এ ছাড়া বাজারের ব্যবসায়ীরা ওই হামলার প্রতিবাদে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল দোকান পাঠ বন্ধ রেখে প্রতিবাদ জানান।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম সন্ত্রাসী হামলার বিষয়ে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনাইমুড়ী উপজেলার কিছু সন্ত্রাসী বাজারের কয়েকটি দোকানের সাটার ভাংচুর করেছে। তিনি আরও জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।