চারঘাট রাজশাহী প্রতিনিধি মোঃ মোহাইমেনউল স্বপন দৈনিক শিরোমণিঃ রাজশাহীর চারঘাটে “থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি” এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার থানাপাড়া সোয়ালোজ চত্বরে এমাউস ইন্টারন্যাশনাল, ফ্রান্স এর আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থ অসহায় গরীব দুস্থদের ৩ শত ৫০ জন নারী হস্তশিল্প উৎপাদনকারী ও কৃষকদের মাঝে ২ হাজার ৪ শত ৫০ কেজি চাল, ৭ শত কেজি ডাল ও ৭শত লিটার তেল, ৭ শত কেজি আটা ও ১ হাজার পঞ্চাশ কেজি আলু ও ৭শত পিস ডিম তুলে দেন পৌর মেয়র একরামুল হক। করোনা ভাইরাস সংক্রামনে প্রথমদিক থেকে উপজেলার ক্ষতিগ্রস্থ এই অসহায় ওহতদরিদ্রদের পাশে দাড়াচ্ছে থানাপাড়া সোয়ালোজ ডি.এস. বলে জানান নির্বাহী পরিচালক রায়হান আলী। এরই ধারাবাহিকতায় তাদের মাঝে আবারও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম (গিনি), পৌর কাউন্সিলর আজমল হোসেন মতি, জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দীন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, হস্তশিল্প প্রকল্পের প্রডাকশন রিলেশন অফিসার জান্নাতুল মুনতেহিরা মৌটুসি ইলা, সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।