মোঃ মোহাইমেনউল (স্বপন) চারঘাট প্রতিনিধি, দৈনিক শিরমণিঃ রাজশাহীর চারঘাটে ২৯শে এপ্রিল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষকদের মাঝে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ কৃষকদের মাঝে ডাল ফসল সমন্ধে আলোচনা করেন। আলোচনায় মশুর, কলাই ও মুগকলাই এর নানা রকম রোগ সমন্ধে আলোচনা সহ রোগ আক্রান্ত গাছে রোগ মুক্ত করতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সমন্ধে ব্যাপক আলোচনা করেন। তিনি আরো বলেন ডাল ফসলে সারের মাত্র অনেক কম লাগে এবং ডাল ফসল চাষআবদে মাটির উরর্বতা অনেক বৃদ্ধি পায়। এছাড়া ভার্মি কম্পের্ষ্ট সারের উৎপাদন ও এর উপকারিতা সমন্ধেও কৃষক দের মাঝে তুলে ধনের। সর্বপরি উপস্থিত ট্রেইনিং নিতে আসা সকল কৃষক দের নানা চাষাবাদে সমস্যর কথা শোনেন এবং তাৎক্ষণিক ভাবে সেই সমস্যার প্রতিকার সমন্ধে আলোচনা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]