মোঃ মোহায়মেনউল (স্বপন চারঘাট প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ রাজশাহী জেলার
চারঘাট উপজেলার নন্দনগাছী বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
রাজশাহী জেলা কার্যালয় কর্তৃক বাজার মনিটরিং অভিযান পরিচালনা
করা হয়। রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী
ও চারঘাট উপজেলার ডিএসবি মোঃ রাশেল ইসলাম, এস.আই রকিব এর
সহযোগীতায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। বাজারে
প্রতিটা দোকানে কোদানে গিয়ে তিনি পণ্যর দাম, মূল্য তালিকার
অধিক নিচ্ছে কি না তা যাচাই করে দেখেন। এ সময় নন্দনগাছী
বাজারে মন্ডল ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন্ন ঔষধ পায়া গেলে তাৎক্ষনিক
মন্ডল ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করেন, জয় স্টোরে মেয়াদ
উর্ত্তীন্ন মালামাল ও দোকানের লাইসেন্স না থাকায় তাৎক্ষনিক চারহাজ
টাকা জরিমানা ও মাছ হাটায় বাটখারায় ওজনে কম থাকায় এক মাছ
ব্যবসায়ীকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী বাজারের অন্যান্য
দোকানে দোকানে গিয়ে পণ্যর মূল্য তালিকা না থাকায় তাদের কে
সতর্ক করে দেন এবং প্রত্যকটা পণ্যর মূল্য তালিকা দেবার জন্য বলা হয়।
এই সময় উপস্থিত ছিলেন অর্পণ ফাউন্ডেশন এর পরিচালক ও নন্দনগাছী
বাজার কমিটির সভাপতি মাষ্টার মোঃ রেজাউল করিম।