লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ চা শ্রমিকদের নিয়ে কাজ করা জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন " চা শ্রমিকদের সেবক,,। খুব অল্প সময়েই লিটন মুন্ডার উদ্যোগে এবং শ্রীপ্রসাদ চৌহান এর পরিচালনায় বিভিন্ন চা বাগানে অসহায় চা শ্রমিকদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে সারা চা বাগানে ব্যাপক সাড়া পায় এ সংগঠনটি। গতকাল ৮ ই মে সোমবার সকাল চা শ্রমিকদের সেবক এর প্রধান উদ্যোক্তা লিটন মুন্ডা বিভিন্ন চা বাগানের সদস্যদের নিয়ে ২১ বিশিষ্ট পরিচালনা কমিটির অনুমোদন ঘোষনা করেন।চা শ্রমিকদের সেবক এর ২১ বিশিষ্ট পরিচালনা কমিটিতে সদস্য ভুক্ত হলেন উনারা হলেন টিপরাছড়া চা বাগানের শান্তা তাঁতী সভাপতি, রাঙ্গীছড়া চা বাগানের সজল বড়কূর্মী - সহকারী সভাপতি, লস্করপুর চা বাগানের শ্রীপ্রসাদ চৌহান - সেক্রেটারি, দলদলী চা বাগানের মনোরঞ্জন দাস - যুগ্ম সেক্রেটারি, লাখাইছড়া চা বাগানের রুপম তাঁতী - সাংগঠনিক সম্পাদক, দলদলী চা বাগানের বিষ্ণু বাল্মিকী দাস - সহকারী সাংগঠনিক সম্পাদক, চাকলাপুন্জি চা বাগানের প্রশান্ত ভট্টাচার্য - কোষাধ্যক্ষ , নালুয়া চা বাগানের লিটন মুন্ডা - সহকারী কোষাধ্যক্ষ, লালচান্দ চা বাগানের ওম প্রকাশ বাউরী - প্রচার সম্পাদক, রামগঞ্জ চা বাগানের মাখন গোয়ালা - সাংস্কৃতিক সম্পাদক, কেজুরীছড়া চা বাগানের নির্মল দাস - তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক, খেজুরীছড়া চা বাগানের মামনি চাষা মৌ - নারী ও শিশু বিষয়ক সম্পাদক, কালিঘাট চা বাগানের পরিতোষ কুমার তাঁতী - ক্রীড়া বিষয়ক সম্পাদক, ভুড়ভুড়িয়া চা বাগানের শান্ত মৃর্ধা দিপক - দপ্তর সম্পাদক এবং রিপন মৃর্ধা - ত্রাণ বিষয়ক সম্পাদক, ভাড়াউড়া চা বাগানের বিষ্ণু হাজরা রাজু - আইন বিষয়ক সম্পাদক, নালুয়া চা বাগানের শ্রী শচীতনয় গৌরচন্দ্র দাস - ধর্মবিষয়ক সম্পাদক, দেউন্ডি চা বাগানে সুজয় মাল - গনযোগাযোগ বিষয়ক সম্পাদক।
ইতিপূর্বে ১১ই ডিসেম্বর ২০২২ শ্রীমঙ্গল এবং ১৭ই জানুয়ারী ২০২৩ইং সিলেটের কিছু চা বাগানের অসহায় শীতার্ত চা শ্রমিকদের মধ্যে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতবস্ত্র, ২২ জানুয়ারী লস্করপুর চা বাগানের নবনির্মিত লস্করপুর উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান ও ওয়াল ঘড়ি এবং ফেব্রুয়ারী মাসে কালীঘাট চা বাগানের নবনির্মিত উচ্চ বিদ্যালয়ে আলমারি প্রদান করেছন সংগঠনের সদস্যরা।
"চা শ্রমিকদের সেবক" মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র ১ দিনের মজুরির টাকা প্রদানের মাধ্যমে অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং লক্ষ্য হচ্ছে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন্য আর্থিক সহায়তা প্রদান,প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]