রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
চিতলমারীতে জব্বার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আব্দুর জব্বার শেখ (২৫) নামে এক প্রবাসী যুবককে গত ৫ মে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ৮ মে সোমবার সকালে ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, উপজেলার বড়বাঁক গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সীর ছেলে দেলোয়ার মুন্সী দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। এ ঘটনা নিয়ে ওই ছাত্রীর চাচাতো ভাই বড়বাঁক গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর জব্বার শেখ (২৫) ও নিকটাত্মীয় তৈয়ব শেখের ছেলে রাজীব শেখ (২৩) প্রতিবাদ জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে ডাবলু মুন্সী(৫৫) ও তার দুই ছেলে দেলোয়ার মুন্সী (৩০) ও দীন ইসলাম মুন্সী (২৫) ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়। এতে হাসপাতালে আনার পর ৫ মে রাতে আব্দুর জব্বার শেখ মারা যান। অপরজন রাজীব শেখকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন হাজরা জানান, আব্দুর জব্বার একজন প্রতিবাদি যুবক ছিলেন। ইভটিজিংয়ে বাধা দেওয়ায় তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা এখনো পলাতক রয়েছে। আমরা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।
এছাড়া ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাইসা রাজ্জাক, শুলতা মণ্ডল, ঋতু মণ্ডলসহ মানব বন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি আসামিদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়। কোন মেয়েকে যেন আর ইভটিজিংয়ের শিকার হতে না হয় এবং এভাবে কাউকে যেন জীবন দিতে না হয় বলে এর তীব্র নিন্দা ও বিচার দাবি করে তারা।
গোড়া নালুয়া গ্রামের বৃদ্ধ নন্দ লাল মজুমদার জানান, ডাবলু মুন্সী ও তার ছেলে দেলোয়ার মুন্সী ও দীন ইসলাম মুন্সীর অত্যাচারে এলাকার নিরীহ লোকজন অতিষ্ঠ। নন্দ লালের এক বিঘা জায়গা তারা জোর করে দখল নিয়েছে। ডাবলু মুন্সী ও তার ছেলেরো এলাকায় দখলদারীত্ব, নারীদের উত্যক্তসহ নানা অপকর্ম করে আসছে। এদের ভয়ে এতাদিন কেউ মুখ খোলেনি। এদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.