করোনাভাইরাসের সংক্রমণ ফের ছড়িয়ে পড়া ঠেকানো চেষ্টা করতে থাকা চীন গত ৮ মাসের মধ্যে প্রথম এক ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে। বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছে হুবেই প্রদেশে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের উৎস সন্ধান করতে অবশেষে চীনের উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর কাজ শুরু করবেন তারা। চীনের পক্ষ থেকে এই বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি দিতে খানিকটা গড়িমসি করা হলেও অবশেষে বৃহস্পতিবার তারা উহানে পৌঁছালেন।
চীনে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষ বর্তমানে কঠোর লকডাউনে রয়েছে। এ ছাড়া একটি প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হলেও কঠোর লকডাউন আর ব্যাপক পরীক্ষার মাধ্যমে দেশটি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে নতুন করে আরও ১৩৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আর রাজধানী বেইজিংকে ঘিরে রাখা হুবেই প্রদেশে এক জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। বেইজিংয়ের কয়েকটি এলাকাতেও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৮৮৫ জন রোগী করোনা সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে ২৪ জনের অবস্থা মারাত্মক। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী মোট ৮২ হাজার ৩২৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৫ জনের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]