দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট:গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৭ হাজার ৫৬০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ২৫ দশমিক ৫৯ শতাংশ অথবা ১ হাজার ৯৩৫ কোটি ডলারের পণ্যই আমদানি হয়েছে চীন থেকে। তারপরই ভারতের অবস্থান। দেশটি থেকে আমদানি হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩৬৯ কোটি ডলারের পণ্য, যা মোট আমদানির ১৮ দশমিক ১১ শতাংশ।
চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে শিল্পকারখানার যন্ত্রপাতি। দেশটি থেকে গত অর্থবছর ৪২৫ কোটি ডলারের যন্ত্রপাতি আমদানি হয়েছে। তারপর সবচেয়ে বেশি আমদানি হয়েছে বস্ত্র খাতের কাঁচামাল তুলা। গত অর্থবছর ২২৮ কোটি ডলারের তুলা আমদানি হয়েছে। এ ছাড়া ১৯১ কোটি ডলারের ইলেকট্রনিক পণ্য, ১৩৭ কোটি ডলারের নিট কাপড়, ১২২ কোটি ডলারের কৃত্রিম তন্তু আমদানি হয়েছে।
অন্যদিকে ভারত থেকে বর্তমানে তুলা আমদানি হচ্ছে বেশি। গত অর্থবছর দেশটি থেকে মোট আমদানির ৩১ শতাংশ ছিল তুলা। অর্থের হিসাবে ৪২২ কোটি ডলার। এ ছাড়া ২২১ কোটি ডলারের শস্য, ৭৭ কোটি ডলারের মোটরযান, ৫৭ কোটি ডলারের চিনি ও চিনিজাতীয় পণ্য, ৫৪ কোটি ডলারের জীবাশ্ম জ্বালানি আমদানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত অর্থবছর বাংলাদেশ থেকে ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। তার মধ্যে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ১৯৯ কোটি এবং চীনে ৬৮ কোটি ডলার। এদিকে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ৪ হাজার ৫৬৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে ভারতে ১৮৩ কোটি এবং চীনে ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে