দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দিনের চাচাত ভাই মরহুম গাজী আকরাম হাসেনের বাড়ীতে ৮ জানুয়ারী গভীর রাতে চোর ঘরের ইট খুলে অভিনব কায়দায় ঘরে প্রবেশ করে সিসি ক্যামেরার লাইন বন্ধকরে নগদ টাকা, মোবাইল ফোন, ক্যামরার মাইক্রাফান ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গাজী মাকুল উদ্দিন বাদী হয়ে খানজাহান আলী থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি অভিযোগও দায়ের করেন। অদ্যবধি চোরাইকৃত মালামাল ও চোর আটক করতে পারেনি খানজাহান আলী থানা পুলিশ। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় খানজাহান আলী থানা এলাকায় পুলিশ টহল না থাকায় প্রতিনিয়তই মাদকের বেচাকেনা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্ম ক্রমশ বেড়েই চলেছে। এব্যাপারে এলাকাবাসী ঊর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
গিলাতলায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ গিলাতলা যুব সংঘের পক্ষ থেকে আটরা গিলাতলা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের অসহায় , হতদরিদ্র শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কম্বল বিতরণ করা হয় । কম্বল বিতরণের সময় উপস্তি ছিলেন গিলাতলা যুব সংঘের সভাপতি দৈনিক প্রবাহের আটরা গিলাতলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ , মোঃ ইসমাইল হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাজিম, তুরান মোল্লা প্রমুখ । উল্লখ্য ঐতিহ্যবাহী গিলাতলা যুব সংঘ দির্ঘদিন ধরে বিভিন সামাজিক কর্মকান্ড করে আসছে এবং কর্মকান্ড অব্যাহত থাকবে।