রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ বিগত সপ্তাহব্যাপী হারিয়ে যাওয়া, চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ ডিভাইস উদ্ধার করে প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সোমবার (১০ই মে) সকাল সাড়ে ১১টার সময় স্থানীয় মিডিয়াকর্মীদের উপস্থিতিতে উদ্ধারকৃত এসব মোবাইল ও ল্যাপটপ প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।পুলিশ জানায়, বিগত সপ্তাব্যাপী বিভিন্ন সময়ে চুয়াডাঙ্গা সদর থানাধীন এলাকা থেকে বেশ কয়েকজন ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ হারিয়ে যায় এবং কয়েকটি চুরি ও হয়। পরবর্তীতে এসব মোবাইল ও ল্যাপটপের প্রকৃত মালিকগণ চুয়াডাঙ্গা সদর থানায় এসে সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে সদর থানার এসআই শামিম হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা, পাবনা, যশোর ও মেহেরপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষাধিক টাকা মূল্যমানের ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ ডিভাইস উদ্ধার করতে সক্ষম হন যা সোমবার সকালে প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মোবাইল বা ল্যাপটপ ডিভাইস টি মানুষের সুখ -দুঃখ- বেদনা- উচ্ছাস প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু তাই নয় এই মাধ্যমে মানুষ অনেক গুরুত্বপূর্ণ তথ্যাবলী সন্নিবেশন করে সংরক্ষণ করে। আর যখন এই ডিভাইসটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন এই ডিভাইস ব্যবহারকারী বড় ধরনের একটি সংকট এর মুখোমুখি হয়। এসব সংকট মোকাবেলায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কাজ করছে। প্রকৃত মালিকরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ও ল্যাপটপ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং পুলিশের এই জনবান্ধব কাজের ভূয়সী প্রশংসা করেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.