চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ করার অপরাধে বর মোঃ রকি আলী (২৩) ও বাল্যবিবাহ পড়ানোর দায়ে কাজী মোঃ জাহিদুল ইসলাম (৪২) কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। দণ্ডপ্রাপ্ত রকি চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের মোঃ আইনাল হকের ছেলে এবং জাহিদুল ইসলাম একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে। জানা যায়, বাল্যবিবাহের খবর পেয়ে শুক্রবার (২১শে মে) রাত সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। এ সময় বাল্যবিবাহ করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭ ধারায় বরকে ১ মাসের এবং একই আইনের ৯ ধারায় কাজীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পেশকার সোবহান আলী, অফিস সহায়ক আরমান আলী এবং চুয়াডাঙ্গা সদর থানার এসআই নীতিশ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানকে সহযোগিতা করেন।
৮ views