ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট চেলসি আর ম্যানচেস্টার সিটি। চেলসি ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ম্যানসিটি ১-০ গোলের জয় পেয়েছে লেস্টার সিটির বিপক্ষে।
ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সিটিকে আতিথ্য দেয় লেস্টার। কিন্তু অ্যাওয়ে ম্যাচেও শুরু থেকে আধিপত্য ছিলো সিটিজেনদের। আক্রমণের সংখ্যা আর বল পজিশন, দুই বিভাগে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোল পায়নি গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে আসে সাফল্য, ৬২ মিনিটে বার্নাডো সিলভার গোলে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে সিটিজেনরা।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সাথে দারুণ লড়াই করে অ্যাস্টন ভিলা, কিন্তু গোল পায়নি অতিথিরা। অবশ্য ১৫ মিনিটে ঠিকই লিড নেয় চেলসি। ব্লুদের ডেরায় প্রত্যাবর্তনের পর ঘরের মাঠে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন লুকাকু। ৪৯ মিনিটে মিডফিল্ডার কোভাসিচের গোলে ২-০’র লিড নেয় চেলসি। আর ইনজুরি সময়ে লুকাকু নিজের দ্বিতীয় গোল করলে ৩-০র বড় জয় পায় টুখোলের দল। যা প্রিমিয়ার লিগে চেলসির ৬০০তম জয়। চেলছি ছাড়া ছয় শতাধিক ম্যাচ জয়ের কীর্তি আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]