বিধান মন্ডল( ফরিদপুর )প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ এলাকার বিভিন্ন অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে চাউল বিতরণ করেছেন ।
গত (১৪ নভেম্বর) শনিবার দুপুর ২টায় আটঘর ইউনিয়ন পরিষদে তার নিজস্ব কার্যলয়ে এলাকার বিভিন্ন হতদরিদ্র ব্যক্তিদের মাঝে তিনি চাউল বিতরণ করেন । চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন অাটঘর ইউনিয়নের সচিব মো. শহিদুল ইসলামসহ এলাকার গন্যমাণ্যব্যক্তি ।
ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, আমার ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাউল দিচ্ছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে চাউল দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, গতকাল (শনিবার) ৭৯টি দরিদ্র পরিবারের মাঝে চাউল দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে অামি অামার এলাকার দরিদ্র পরিবারের মাঝে চাউল পৌঁছে দেব। আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।