আবুল হাসনাত রিন্টু, ফেনী জেলা প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া হাজারী পুকুর বাজার এলাকায় ভোরে অভিযান পরিচালনা করে, ভারতীয় ২১৫ পিস শাড়ি,৮১পিস লেহেঙ্গা উদ্ধারসহ চোরাকারবারী মোঃ ইউনুছ (৩১) কে আটক করেছে র্যাব-৭। র্যাব সূত্রে জানা জানায়, মঙলবার (৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, কয়কজন চোরাকারবারী সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাই কৃত ভারতীয় শাড়ি-কাপড় সংগ্রহ করে ফেনী জেলার ছাগলনাইয়া হাজারী পুকুর বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ ইউনুস (৩১) কে আটক করে, এবং তল্লাশি পূর্বক তার হেফাজতে থাকা ০৯ টি পাটের বস্তার ভিতর থেকে থেকে চোরাই কৃত ভারতীয় বিভিন্ন শাড়ি ২১৫ পিস এবং লেহেঙ্গা ৮১ পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চোরাই কৃত শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ০৯ লক্ষ ৪২ হাজার ৫ শ টাকা। আটককৃত আসামি ছাগলনাইয়া দূর্গাপুরের মোঃ হোসনের ছেলে।ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক মোঃ মোস্তফা জামান জানান,আটককৃত আসামি দীর্ঘদিন সুকৌশলে উক্ত মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে স্বীকার করে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]