মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ছাতকে সড়ক সংস্কার কাজ সম্ভুক গতিতে চলার প্রতিবাদে বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে শহরের সাব রেজিষ্ট্রার অফিসের সামনে স্থানীয় লোকজন সড়কের দু’পাশে বাঁশ বেধে অবরোধ সৃষ্টি করে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে মাল ও যাত্রীবাহী ছোট-বড় শতাধিক যানবাহন পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা থেকে প্রায় ৪ঘন্টা বাশের বেড়িকেট দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সিএনজি ষ্টেশন পয়েন্ট থেকে লাফার্জ ফেরিঘাট পর্যন্ত সড়ক সংস্কারের অভাবে এ সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারন চরম দূর্ভোগের মধ্যদিয়ে চলাচল করে আসছিল। বিশেষ করে রেলওয়ে সড়কের সংযোগ থেকে সিএনজি ষ্টেশন পর্যন্ত প্রায় ৪ শ’ গজ সড়কের অবস্থা ছিল বেহাল। সড়কে ওই অংশের মধ্যে উপজেলা পরিষদ, সাব রেজিষ্ট্রার অফিস, বাউবি, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, নির্বাচন অফিস, যুব উন্নয়ন অফিস, সূর্যের হাসি ক্লিনিক, সরকারী খাদ্য গোদামসহ সরকারী -বেসরকারী কার্যলায় অবস্থতি। এ ছাড়া প্রাণী সম্পদ অফিস, ছাতক সরকারী ডিগ্রি কলেজ, ছাতক সরকারি ট্যাকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ওই সড়ক ব্যবহার করে এবং যাতায়াত করতে হয়। বিশেষ করে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার সকল ভারি যানবাহন এবং দোয়ারাঘামী গাড়ির এটিই প্রধান সড়ক। যানচলাচলে প্রায় অনুপযোগী এ সড়কটি সংস্কারের দাবীতে স্থানীয় লোকজন একাধিবার বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করেছে। সম্প্রতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করলে স্থানীয় লোকজনের মধ্যে ফিরে আসে স্বস্থি। কিন্তু সংস্কার কাজের ধীরগতির কারনে আবারো নতুন করে দূর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজ শুরুর পর রাস্তায় মাটি, বালি-কংক্রিট ফেলার পর সংশ্লিষ্ট ঠিকাদার আর কোন কাজ না করায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি জমে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাজের দীরগতির প্রবিাদে এবং দ্রুত সংস্কার শেষ করার দাবীতে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী জানান, দীর্ঘদিন জনদূর্ভোগের পর রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও খাম খেয়ালিপনায় এলাকাবাসীর দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। সড়ক অবরোধকালে ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি, হাজী নূর মিয়া তালুকদার, আব্দুর রহিম, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, ফররুখ আহমদ, মুহিবুল হক, সোলেমান মিয়া, আবু হেনা তারেক, তুহিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, রুয়েল চৌধুরী, ফখরুল আলম, মুজিবুর রহমান, আব্দুল হক, মাসুদ আহমদ, মাসুক মিয়া, বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, আকাব্বর আলী, লাল মিয়া, সুমন মিয়া, আলমগীর হোসেন, দুলাল মিয়া, সুমিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। সংস্কার কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী শিপন জানান, বৃষ্টির কারণে কাজে বিলম্ব হচ্ছে। আশা করছি দু’একদিনের মধ্যে পূরো দমে কাজ শুরু করা হবে। ছাতক সড়ক ও জনপথ উপ-বিভাগীয় কার্যালয়ের (এসডিই) কাজী নজরুল ইসলাম জানান, সড়কের এ কাজের জন্য নিয়মিতই তদারকি চলছে। টানা বৃষ্টির কারনে কাজে বিলম্ব হচ্ছে। ##
৫ views