মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ব্যবস্থাপনায় ছাতকে কৃষান-কৃষানী এবং শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম-পুরোহিতদের নিয়ে পৃথক দু’টি ব্যাচে ৬০ জনকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে ও বিআরডিপি হলরুমে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। প্রশিক্ষণে ৩০ জন কৃষান-কৃষানী এবং ৩০ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-মাদ্রসার শিক্ষক-শিক্ষিকা ও ইমাম-পুরোহিত অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে মুল বক্তব্য রাখেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান)’র এস এস ও ড.আব্দুর রাজ্জাক এবং বারটান সুনামগঞ্জের এফএ অলিউল্লাহ আল নোমান। প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আশরাফুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে ও প্রানী সম্পদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া। অপর দিকে কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক হল রুমে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আরো ৩০ জন কৃষান-কৃষানীকে পৃথক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
০ views