দৈনিক শিরোমণি ডেস্ক: বিএনপি নেতারা মনে করেন, বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরসহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে, এর পেছনে ভারতে আশ্রয় নেওয়া পতিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি প্রচ্ছন্ন উসকানি ছিল, এটি সত্য।
তবে এই উসকানিতে ছাত্রদের জড়াতে বা উত্তেজিত করার পেছন থেকে একটি রাজনৈতিক মহলের ইন্ধন থাকতে পারে। হঠাৎ করে এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্য হচ্ছে বিএনপি ও আগামী জাতীয় নির্বাচন। এর উদ্দেশ্য নির্বাচন প্রলম্বিত করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রক্রিয়া আরও পেছানো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ গত রাতে প্রথম আলোকে বলেন, গণ-অভ্যুত্থানের পর যে পরিবর্তন, যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, নৈরাজ্য করে তা কখনো পূরণ করা যাবে না। যে ঘটনাগুলো ৫ আগস্ট, ৬ আগস্ট ঘটেনি, এখন সে ঘটনা ঘটছে।
তখন ঘটলে হয়তো মানুষ এগুলো স্বাভাবিকভাবে নিত, কিন্তু এখন মানুষ বিষয়গুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না।
বিএনপির নীতিনির্ধারণী নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী কমিটির সভায় দ্রুত নির্বাচনের দাবিতে জেলায় ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি গ্রহণ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে পবিত্র রমজানের আগে, আগামী সপ্তাহে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
মূলত নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করতে এই কর্মসূচি দেওয়া হতে পারে। বিএনপি আগামী জুলাই-আগস্টে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে। যদিও দলটির লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]