গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলকে প্রত্যাহার করা হয়েছে। গত ২১ মে শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো.রজব আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশক্রমে কনস্টেবল জামিলকে সদর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার বলেন, গত ২০ মে বৃহ¯পতিবার বিকালে গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে কম গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিকআপ আমার বাইকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। পরে উঠে চালককে জনবহুল এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর বললে পিকআপে থাকা কনস্টেবল জামিল আমার সঙ্গে অশোভন আচরণ করেন। এ সংবাদ পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসতে থাকেন। পরে তাদের শান্ত করে সিনিয়র নেতাদের বিষয়টি অবগত করা হয়।