এম,নূরুননবী চৌধুরী সেলিম , কুমিল্লা প্রতিনিধি : সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে সমাজের সর্বস্তরে সুশাসন কায়েমের প্রতিজ্ঞা করালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। শুক্রবার বিকেলে নিজের জন্মস্থান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এ প্রতিজ্ঞা করান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের জন্য শেখ হাসিনার সরকারের শতভাগ সুফল নিশ্চিত করতে চেয়ারম্যান-মেম্বারদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যে সকল জনপ্রতিনিধি জনসেবার পরিবর্তে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তুলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তাদেরকে ছাড় দেয়া হবে না। যাদেরকে যে পদের জন্য দায়িত্ব দেয়া হয়েছে, তাকে অবশ্যই স্ব স্ব দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। যারা মানুষের প্রতি অন্যায়-অবিচার ও অত্যাচার করবে, সুশাসন ও ন্যায় বিচারের পরিবর্তে দুঃশাসন প্রতিষ্ঠা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনে রাখবেন, আমি আমার ব্যক্তিগত স্বার্থে কাউকে দায়িত্ব দেইনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনের জন্য, জনগণের ভাগ্যোন্নয়নের জন্য এবং সমাজের সর্বস্তরে সুশাসন ও ন্যায়-বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্যই দায়িত্ব দেয়া হয়েছে।’
সাম্প্রতিক বিভিন্ন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কাউকে প্রার্থী হতে বাধা দেয়া হয়নি। বরং নির্বাচনের পূর্বে আমি আমার দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলের একক প্রার্থী মনোনীত করেছি। এর মানে এটা নয় যে, অন্যদেরকে নির্বাচনে প্রার্থী হতে বাধা দেয়া হয়েছে। আমরা সম্মিলিত মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনীত করেছি। অন্য প্রার্থী না থাকার কারণেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পক্ষান্তরে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একটি মহল এ বিষয়ে অপপ্রচার চালিয়েছে। আমি বিশ্বাস করি, আমার দলের নেতা-কর্মীরা যাবতীয় অপপ্রচার উপক্ষো করে অতীতের ন্যায় আগামী দিনেও জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণার্থে রাজনীতি করে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুর রহিম, সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন সহ নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও দলের সর্বস্তরের নেতা-কর্মীগণ।