আরিফুজ্জামান চাকলাদার আপেল, আলফাডাঙ্গায় প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় টগরবন্দ ইউনিয়নে নন্দীগ্রামে মৃত ইনায়েত খান এর তিন পুত্রের মধ্যে জমাজমির ভাগাভাগি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় ইখতিয়ার এর স্ত্রী মহুয়া বেগম (৩৫) বাদী হয়ে ১৬ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকা সূত্রে জানা যায়, জমাজমির পূর্ব শত্রুতার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইখতিয়ার গ্রুপ ও বখতিয়ার গ্রুপ মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৬ই অক্টোবর শুক্রবার ১০ ঘটিকায় বখতিয়ার গ্রুপ লোহার রড, বাশের লাঠি, রাম দা দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন এলাকাবাসী ও স্বাক্ষীগন।
গত ১৫ মে ইখতিয়ারের স্ত্রী মহুয়া বেগম ও দুই মেয়েকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বখতিয়ার, বাদশা। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইখতিয়ার বলেন, মায়ের কাছ থেকে জমি ক্রয় করার পর থেকে বখতিয়ার, বাদশা( দুই ভাই একই পক্ষ) উভয়ের মধ্যে দ্বন্ধ শুরু হয়। জমাজমির শত্রুতার জেরে গত শুক্রবারে আমার উপর হামলা চালিয়ে মাথায় রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে।
এ ব্যাপারে বখতিয়ার বলেন, ভাই ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে এটা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে মিমাংসা করবো। ডাক্তার ফারিয়া বলেন,ইখতিয়ারের মাথায় যখম রয়েছে,আটটি সেলাই আছে। বাদশা ও আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। থানার এস আই প্রশান্ত বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করা হয়েছে, হাসপাতালে রিপোর্ট পেলে মামলা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]