রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১ | ৯ রজব ১৪৪৬
জমিজমা বিরোধঃপাথরঘাটায় রক্তাক্ত জখম ১
পাথরঘাটা ( বরগুনা)প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার বিকেল সাড়ে ৪টারদিকে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে মাহাবুবুর রহমান(৪২) কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।
ধারালো রামদা দিয়ে হাত ও পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে খবর পাওয়া গেছে। রক্তাক্ত জখম মাহবুবুর রহমানকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন বলে জানা গেছে।
মারাত্মক আহত মাহবুবুর রহমানের পারিবারিক সুত্রে জানা গেছে, ২ পায়ের গোড়ালির উপর এবং ডান হাতের কবজির নিচে রামদা দিয়ে কুপিয়ে বীরদর্পে চলে যায় প্রতিপক্ষের লোকজন।
এঘটনায় এক-ই এলাকার এবং আপন চাচাতো ভাই আ:হাই খানের ছেলে মোঃ রফিকুল খান ও সরোয়ার খানের বিরুদ্ধে এই হামলার প্রাথমিক ভাবে অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.