জয়পুরহাট জেলা প্রতিনিধি:জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রতিবছর সারাদেশে এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করেন। তারই অংশ হিসেবে "প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি" এই প্রতিপাদ্যে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শেষ হয়। পরে শোভাযাত্রা শেষ করে জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]