জয়পুরহাটে মহিলা ফোরামের উদ্যোগে রোকেয়া দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
আপডেট :
শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
প্রতিনিধি,জয়পুরহাট:নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪২ তম জন্ম ও ৯০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক সাবেক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, বাসদ সদস্য উৎপল দেবনাথ, মহিলা ফোরামের সদস্য সুন্দরী ওরাও প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। সংগ্রামী নারী বেগম রোকেয়া মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত নারীমুক্তির জন্য লড়াই করেছেন। নারীমুক্তির জন্য তিনি পাথেয় হিসাবে গ্রহণ করেছিলেন নারী শিক্ষাকে। তাঁর লিখনীতে যেমন ছিল নারীমুক্তির কথা তেমনি ছিল কৃষক-শ্রমিকদের কথা, পরাধীন ভারতকে স্বাধীন করার আকুতি। তিনি যেমন নারীর ভোটাধিকারের দাবি করেছিলেন তেমনি নারী সংগঠন প্রতিষ্ঠা করেও নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। আজও নারীরা মুক্ত হতে পারেনি, বৈষম্য-নির্যাতন আরো নানান মাত্রিকতায় ভয়াবহরূপে পরিলক্ষিত হচ্ছে। কাজেই আজকেও নারী মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে বেগম রোকেয়ার চেতনা, অনুসরণীয় জীবন সংগ্রাম খুবই প্রয়োজন। নেতৃবৃন্দ বেগম রোকেয়ার চেতনাকে ধারণ করে নারীমুক্তির তথা সমাজ পরিবর্তনের লড়াইকে বেগবেন করার আহ্বান জানান।