রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
জয়পুরহাটে সেনা সদস্যের পরিবারে আনন্দের পরিবর্তে বিষাদ
নিহত সেনা সদস্যের বাড়ি আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মহিতুর গ্ৰামের আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সেনা সদস্য নাইচ হোসেন (২৯) তার শিশু পূত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন। রবিবার সকালে অনুষ্ঠানের বাজার করতে মোটরসাইকেল যোগে আক্কেলপুরে আসার পথে উপজেলা পরিষদ চত্বরের নিকটে বেলা ১২ টায় সিঙ্গার শো-রুমের সামনে বিপরীত দিক থেকে বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শী ফারুখ হোসেন জানান, আমি ভ্যানে উঠে আক্কেলপুর থেকে বাড়ি যাচ্ছিলাম। সিঙ্গার শো-রোমের কাছে হঠাৎ দেখি একটি মোটরসাকেল বাসের নিচে পড়ে যায়। তখন বাসটি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থালেই তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রানা জানান, ‘নাইচ হোসেন (২৯) বাজার করে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, ‘মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাস এবং ঘাতক চালক মফিরউদ্দিন আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে’।এ দিকে আনন্দ যেন বিষাদে পরিণত হলো সেনা সদস্য নাইচে পরিবারের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.