মোঃ বাতেন আহম্মেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমনি:শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন সম্প্রীতি কমিটির আয়োজনে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ রোধে ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সোনার বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা এগারোটার সময় জাজিরার ডুবিসায়বর বন্দর সংলগ্ন ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, জাজিরা পৌর মেয়র মো. ইদ্রিস মাদবর ও জাজিরা থানার ওসি (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। সভাপতিত্ব করেন, বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়কান্দি সম্প্রীতি কমিটির সভাপতি মো. শফিউদ্দিন আহমেদ খলিফা।এসময় বক্তারা সোনার বাংলা গড়ার লক্ষে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]