রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
জাতীয় শোক দিবসে মণিরামপুরে আদ্-দ্বীনের খাদ্য সহায়তা
জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জাতীয় শোক দিবসে যশোরের মণিরামপুর উপজেলার প্রায় নয়শ' দরিদ্র অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। আজ সকালে আদ্-দ্বীন নেহালপুর কেন্দ্রে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলার পাঁচটি কেন্দ্রের ৮৮০টি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ কৃত এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল ও ১ কেজি করে মুশুরের ডাল। এসময় নেহালপুর কেন্দ্রে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মণিরামপুর উপজেলা আঞ্চলিক ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, নেহালপুর কেন্দ্র ম্যানেজার মোঃ কামরুল হাসান, সহকারী কেন্দ্র ম্যানেজার হিরণ অধিকারী, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় শোক দিবসের শোকাবহ দিন ও জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের মর্মান্তিক হত্যাযজ্ঞ সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি বিশ্বব্যাপী করোনা মহামারি সম্পর্কে সচেতনতা মুলক আলোচনা করেন। এসময় উপস্থিত সকলকে মাক্স ব্যবহারসহ স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.