ঢাকা- ০২ জুলাই, শনিবার, ২০২২ : জাতীয় সাংবাদিক ঐক (এনইউজে) পটুয়াখালী জেলা শাখার কমিটি অনুমোদিত হয়েছে। আজ জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) আহ্বায়ক খন্দকার দেলোয়ার জালালী ও সদস্য সচিব মিজান আহমেদ পটুয়াখালী জেলা কমিটি অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমতি সাপেক্ষে অনুমোদিত এনইউজে পটুয়াখালী জেলা কমিটি আগ্রহী সাংবাদিকদের সংগঠনের অধীনে অন্তর্ভূক্ত করতে পারবেন।
জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) পটুয়াখালী জেলা কমিটি নিম্নরূপ ঃ
সভাপতি- মোঃ জাকির মাহমুদ (দৈনিক মানবকন্ঠ, পটুয়াখালী)। সহ-সভাপতি- মোঃ হারুন অর রশিদ
(ভোরের কাগজ, দুমকি)। সাধারণ সম্পাদক- মোজাহিদুল ইসলাম নান্নু (গ্লোবাল টিভি, পটুয়াখালী)। সাংগঠনিক সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার (দৈনিক নওরোজ, মির্জাগঞ্জ)। প্রচার সম্পাদক- মোঃ জসিম উদ্দিন (দৈনিক মানবকন্ঠ, বাউফল)।
সদস্য- এস.কে মিঠু কর্মকার (দৈনিক গণমানুষের আওয়াজ, মির্জাগঞ্জ), শফিকুর রহমান মিঠু (সত্য সংবাদ, বাউফল), মোঃ মিরাজুল ইসলাম (দৈনিক রুদ্ধকন্ঠ, মির্জাগঞ্জ), মোঃ শহিদুল ইসলাম মৃধা (দৈনিক ইনকিলাব, দুমকি), মোঃ রুহুল আমিন (দৈনিক মির্জাগঞ্জ প্রতিদিন, মির্জাগঞ্জ)।