রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি
রেদোয়ান হাসান, সাভার,ঢাকা : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফুল দেওয়ার পর বেশ কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।
পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এছাড়া উদয় পদ্ম নামের একটি ফুল গাছের চারা রোপণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনি ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.