নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে সার্বভৌমত্ব রক্ষা পার্টি (সরপ)।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে উপস্থিত হন পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তারা একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর সরপ-এর সহ-সভাপতি এ.এস.এম মনসুর বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় গৌরবের দিন। এই দিনে আমরা বিজয় অর্জন করেছি, পেয়েছি স্বাধীনতা। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সার্বভৌমত্ব রক্ষা পার্টি দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নে কাজ করে যাবে।”
এ সময় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদার, যুব বিষয়ক সম্পাদক সোহেল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এবং দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান।
শ্রদ্ধা নিবেদনের সময় নেতারা স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। পরে পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সরপ নেতারা বলেন, বিজয়ের এ দিনটি নতুন করে আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বাংলাদেশকে আরও উন্নত ও সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]