মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা \ নাভানা গ্রুপের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জামালপুর ৩৫ বিজিবি। ২০, ২১ এবং ২৬ সেপ্টেম্বর তিন দিনে মোট ১৩৮ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৩৫ বিজিবির ব্যবস্থাপনায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বক্শিগঞ্জ উপজেলার পৃথক ৫টি বিওপি’র বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা, কামালপুর, সাতানীপাড়ায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ২৭ সেপ্টেম্বর ৩৫ বিজিবির পরিচালক অধিনায়ক এসএম আজাদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সীমান্তবর্তী এলাকায় করোনা এবং বন্যার্তদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ঢেউটিন, নিত্যপণ্য বিতরণ করা হয়।
অপরদিকে ৩৫ বিজিবির ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার ১০ টি বিওপি’র সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর, বালিয়ামারির্ সীমান্তবর্তী এলাকার বন্যার্ত ৮৩ পরিবারের মধ্যে হাঁস-ছাগলসহ অনুরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।#
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]