স্বাগতিক জিম্বাবুয়েকে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের মিশনে টসে জিতে ফ্লিডিং করছে বাংলাদেশ। ইনিংসের নবম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন তামিম। নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন তিনি। ৮ রান করা তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান সাকিব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ৩৮ রান করেছে স্বাগতিকরা। হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।
শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। মেহেদী হাসান মিরাজ হাতের চোটে বিশ্রাম পেয়েছেন। তার পরিবর্তে সোহানকে নেওয়া হয়েছে।
এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওয়ানডেতে গোড়ালির চোটে খেলতে পারেননি মোস্তাফিজ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]