শেখ তোফাজ্জেল হোসেন,খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস সহ বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ১৪ ফেব্রুয়ারি রোববার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। বেলা ২ টার সময় মিছিল সহকারে শ্রমিকরা খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের নিকটও স্মারকলিপি প্রদান করে শ্রম কার্যালয়ের সামনে অবস্থান নেয় । স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি শেখ আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , নিজামউদ্দিন, বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , ডাঃ ফরিদ হোসেন, শেখ ইলাহী, আমির মুন্সি প্রমুখ । নেতৃবৃন্দরা বলেন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষে অতিদ্রুত শ্রমিকদের ৬ দফা দাবী মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার লক্ষে স্মারকলিপি প্রদান করেছি । এছাড়া আগামি ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা,এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ কর্মসুচি পালন করা হবে । এরইমধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী পালন করা হবে।
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিময় সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী রবিবার বিকালে যোগীপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডেও বিভিন্ন স্থানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময় শেষে বিকাল সাড়ে ৫ টায় যোগীপোল ইউনিয়ন পরিষদের সামনে পথ সভা করেন। এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, যোগীপোল ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে ইফনিয়নবাসীর সহযোগীতা চাই। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ইউনিয়ন গড়ে গ্রামকে মহওে রূপান্তরিত করার দায়িত্ব নিতে চাই। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিতুল মোল্যা, বেগ রাসেল, বেগ রাসেদুজ্জামান, মুরাদ মোড়ল,বেগ সিবলী , আব্দুর রহমান, বেগ তমজিদ, মেম্বর হাফিজুর রহমান, মাসুম মোড়ল, বেগ হানিফ, বেগ ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।