দৈনিক শিরোমণি ডেস্ক: রাজনৈতিক প্রক্রিয়ায় সন্দেহ বা বিভাজন সৃষ্টি হলে জুলাই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই- অভ্যুত্থানের যে আকাক্ষা-চৈতন্য, তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই আকাক্ষা যাতে বাস্তবায়িত হয়। তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেন, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই- আপনাদের কাজ এই সমস্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। এমন কোনো ধারণা যাতে তৈরি না হয়, এমন কোনো অবস্থা যাতে তৈরি না হয়, যাতে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।
শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এক গণসংলাপে তিনি আশংকা প্রকাশ করেন। দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান ও উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবনের সভাপতিত্বে এ গণসংলাপ অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক শক্তিসমূহের মধ্যে ঐক্য ও আস্থা ধরে রাখা অন্তবতী সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ মন্তব্য করে সাকি বলেন, বিরাজনীতিকরণ, কাউকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, এ ধরনের একটি ইতিহাস বাংলাদেশে আছে। বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে এ সমস্ত ষড়যন্ত্রমূলক রাজনীতির কবর রচনা করেছে। কাজেই এদেশে আর কোনো ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে। এই আস্থা তৈরি করতে হবে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সেটা সবাইকে নিয়ে এগিয়ে যাবে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে, ন্যুনতম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশে আগামীর রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে। সেই জায়গা আমরা সবাই মিলে করতে চাই।