আগামীকাল বিকেলে ঢাকায় আসছেন টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্স। এ অস্ট্রেলিয়ান দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবেন। দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
জানা গেছে, নতুন করে জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিলেও বোর্ডের ইচ্ছে তাকে জাতীয় দলে কাজ করানোর।
এর পাশাপাশি তাকে বিভিন্ন উইংয়ে প্রয়োজন মতো ব্যবহার করার পরিকল্পনা বিসিবির। এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস ওই গণমাধ্যমকে বলেছেন, ‘সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো। তবে আমরা চাই, সে জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। ’
সিডন্স যদি জাতীয় দল নিয়ে কাজ করে সেক্ষেত্রে মুশফিকদের ব্যাটিং কোচ প্রিন্সের ভাগ্যে কী ঘটবে? জালাল ইউনুস বলেছেন, ‘প্রিন্সকে তখন আমরা হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দিয়ে দেবো। এছাড়া অন্য কোথাও দেওয়া যায় কিনা, সেটি নিয়েও ভাববো। আমাদের তো অনেক কোচ লাগবে। ’
প্রসঙ্গত, সিডন্স অতীতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। ২০০৭ সালে দায়িত্ব নিয়ে কাজ করেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জেতা ছাড়াও ব্যাটিং বিভাগে তামিম-সাকিবরা যথেষ্ট উন্নতি করেছিল।
সব মিলিয়ে তার অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের মধ্যে ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনওটিতে জয়ের সৌভাগ্য হয়নি। সেই সিডন্সই ব্যাটিং কোচের ভূমিকায় দুই বছরের চুক্তিতে আসছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]